হার্ট এটাক হলে তৎক্ষণাৎ যে কাজটি করতে হবে তা হলো ব্লক হওয়া ধমনীর কারনে হৃদযন্ত্রের ক্ষয়তা কমানোর প্রচেষ্টা । হার্ট এটাকের লক্ষন দেখা দেওয়া মাত্রই ইমারজেন্সি হাসপাতালে ভর্তি হতে হবে কিংবা ভর্তি করাতে হবে। যত দ্রুত সম্ভব এম্বুলেন্স ডাকতে হবে। এই কাজটি করতে হবে লক্ষন দেখা দেওয়ার এক থেকে দুই ঘন্টার ভিতর। এর বেশি সময় নিলে রোগী বাঁচানো সম্ভব না ও হতে পারে। মনে রাখবেন, বুক ব্যাথা শুরু হয়ে এটি চোয়াল, হাতের দিকে এবং পশ্চাৎ দিকে ধাবিত হয়। লক্ষন গুলো বুঝার সাথে সাথে ডাক্তারের সরনাপন্ন হওয়া উচিত। নচেৎ জীবন বিপন্ন হওয়ার আশংকা বাড়বে। এখন কথা হচ্ছে রোগী যদি একা থাকে এবং হার্ট এটাকের লক্ষন দেখা দেয় তখন কি করনীয়। সে ক্ষেত্রে আপনি যেটা করবেন তা হচ্ছে জোরে জোরে কাশি দিবেন। জোরে জোরে কাশি দিলে হৃদপিন্ডে রক্ত চলাচল কিঞ্চিত বেড়ে যায়। এসপিরিন খেলে উপকার হয়। এসপিরিন জাতীয় ঔষধ রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। এ সময় পাশের লোকটিকে আপনার সমস্যার কথা বলুন। কাছাকাছি অবস্থান করছে এমন কাউকে ফোন করুন এবং আসতে বলুন। অবস্থা খারা প হলে রোগীকে শুইয়ে বুকের উপর বারংবার চাপ দিতে হবে যাতে হার্টে পাম্প হয়। হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়াটাই সঠিক পদক্ষেপ।
সূত্রঃ ওয়েব এমডি
★★ হার্ট অ্যাটাক কিভাবে হয়
★★ হার্ট এটাকের লক্ষন সমূহ
tags: হার্ট এটাক, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্টের রোগ, হৃদরোগ, হার্ট এটাক হলে তৎক্ষণাৎ কি করবো, heart attack, heart block, heart disease, what to do immediately during heart attack, heart attack hole ki korbo, heart attack hole shathe shathe ki korbo
No comments:
Post a Comment