Saturday, March 7, 2015

কি কি পরিস্থিতি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয়



★ প্রজেস্টেরন যুক্ত জন্মনিরোধক বড়ি ব্রন সমস্যা বাড়িয়ে দেয়।
★ মহিলাদের মাসিকের সময় হরমোনাল চেঞ্জের কারনে ব্রন বেড়ে যায়।
★ তেলতেলে মেকাপ ব্রন বৃদ্ধি করে। তাই মহিলাদের যথাসম্ভব অয়েল ফ্রি মেকাপ ব্যাবহার করা উচিৎ। যদিও বেশির ভাগ ব্র‍্যান্ডের পরীক্ষিত মেকাপ ব্রন বৃদ্ধি করে না।
★ ব্রন নিয়ে গুঁতোগুঁতি করা কিংবা টিপাটিপি করা মোটেই উচিত নয়। এটা এমনিতেই সেরে যায়। ব্রন নিয়ে খোঁচাখুঁচি করলে প্রদাহ বাড়ে এবং ইনফেকশন হয়।
★ আদ্র ও উষ্ণ আবহাওয়ায় অতিরিক্ত ঘামের ফলে লোমকূপ বন্ধ হয়ে যায়। এতে ব্রন উদ্দীপ্ত হয়। রান্নাঘরে গরম পরিবেশে বেশিক্ষণ থাকা উচিত নয়। শক্ত কাপড় আবৃত থাকলে ব্রন বৃদ্ধি পায় যেমন হেডব্যান্ড, ব্রা এর স্ট্র‍্যাপ, টাইট কলার এগুলোর কারনে লোমকুপ খিঁচে থাকে। কিছু কিছু ঔষধ, অয়েন্টমেন্ট, ক্রীম ব্যাবহারে ব্রন হয়। বিশেষজ্ঞ দের মতে চিনি ও দুগ্ধজাত খাবার ব্রন বৃদ্ধি করে।

সূত্রঃ patient.co.uk
        nhs.uk
        mayoclinic.org

★ ব্রন কেনো এবং কিভাবে হয়
★ ব্রন কাদের বেশি হয়
★ ব্রনে জ্বালাপোড়া কেনো হয়
★ ব্রন নিয়ে আমাদের কিছু ভুল ধারনা
★ ব্রন হলে করনীয়

tags: ব্রন, একনি, পিম্পল, ব্রন কিভাবে বাড়ে, bron, acne, pimple, why acne increases, bron bere gele ki korbo, bron beshi houar karon

No comments:

Post a Comment