বরাবরের মত এবারো চোকার্স দক্ষিণ আফ্রিকার ভাগ্য তাদের সংগ ত্যাগ করলো। জয় পরাজয় নির্ধারনের সময় দক্ষ ফিল্ডার হার্শেল গিবসের সহজ ক্যাচ ড্রপ করার মত অনেক উদাহরন পুর্বে দেখেছিল বিশ্ববাসী। এবার দক্ষিন আফ্রিকা দলটি পূর্বের চেয়ে অনেক ব্যালেন্সড ছিলো। র্যাংকিং এ হাশিম আমলা, ডি ভিলিয়ার্স, ডুমিনি, স্টেইন, মর্কেল এর মত প্রথম সারির বোলার কিংবা ব্যাটসম্যান থাকা সত্তেও সেই দুর্ভাগ্য বরন করতে হল।
এবার অবশ্য প্রব্লেমটা ছিলো প্রকৃতি গত। বৃষ্টি হানা না দিলে হয়তো এই দুর্ভাগ্য তাদের বরন করতে হতো না। এতো সুন্দর ভাবে ব্যাটিং চলছিলো। শেষ দিকে বৃষ্টি এসে হিসাব নিকাশ দিলো পালটে। নিউজিল্যান্ড এর আনবিটেন পারফরমেন্স এর সাথে বৃষ্টিজল আশীর্বাদ হয়ে দেখা দিলো। ফাইনালে নিউজিল্যান্ড।
এ পর্যন্ত ৭ বার সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ৩ বার। এ হিসেবে নিউজিল্যান্ডকেও চোকার্স বলা যায়। তবে এবার তাদের অনেক বড় মওকা।
বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা বোধ করি আজকে দুই দলকেই সমান ভাবে সমর্থন করেছে। ২৬ তারিখে অস্ট্রেলিয়ার সাথে ভারত পরাজিত হোক, এটাও অনেকেই চাইছেন। কারন কোয়ার্টার ফাইনালে ভারতের পক্ষে যাওয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের সম্ভাব্য জয়কে থামিয়ে দিয়েছিলো। সম্ভবত বেশিরভাগ বাংলাদেশি ই চাইবেন এবারে ফাইনালে দুই হোস্ট নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হোক। আর এটা তারা ডিজার্ভ ও করে।
No comments:
Post a Comment