tags: ব্রন, একনি, পিম্পল, bron, acne, pimple, who gets acne mostly, kader bron beshi hoy, cheleder bron beshi hoy, bron shomossha
১২ থেকে ২৫ বছর বয়স্কদের ব্রন বেশি হয়ে থাকে। ছেলেরা মেয়েদের তুলনায় ব্রনে বেশি আক্রান্ত হয়। ব্রন সাধারণত মুখমণ্ডলে বেশি হয়। তাছাড়া গলায়, ঘাড়ে, বুকে এবং শরীরের পিছনের দিকেও হতে পারে। ১০ জনের মধ্যে ৯ জন কিশোর কিশোরীদের ই ব্রন কমবেশি হয়ে থাকে। দেখা গেছে ১০ জনের মধ্যে ৩ জন ব্যাক্তি অধিক ব্রনে আক্রান্ত হয়। এদের মুখে ব্রনের দাগ পড়ে যায়, তাই চিকিৎসার প্রয়োজন হয়। ব্রনের এবং ব্রনের দাগের চিকিৎসা না করলে ক্ষতচিহ্ন ৪-৫ বছর কিংবা তারো অধিক সময় থেকে যায়।
সূত্রঃ www.patient.co.uk
www.nhs.uk
www.mayoclinic.org
★ ব্রন কেনো এবং কিভাবে হয়
★ ব্রনে জ্বালাপোড়া কেনো হয়
★ কি কি পরিস্থিতি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয়
★ ব্রন নিয়ে আমাদের কিছু ভুল ধারনা
★ ব্রন হলে করনীয়
১২ থেকে ২৫ বছর বয়স্কদের ব্রন বেশি হয়ে থাকে। ছেলেরা মেয়েদের তুলনায় ব্রনে বেশি আক্রান্ত হয়। ব্রন সাধারণত মুখমণ্ডলে বেশি হয়। তাছাড়া গলায়, ঘাড়ে, বুকে এবং শরীরের পিছনের দিকেও হতে পারে। ১০ জনের মধ্যে ৯ জন কিশোর কিশোরীদের ই ব্রন কমবেশি হয়ে থাকে। দেখা গেছে ১০ জনের মধ্যে ৩ জন ব্যাক্তি অধিক ব্রনে আক্রান্ত হয়। এদের মুখে ব্রনের দাগ পড়ে যায়, তাই চিকিৎসার প্রয়োজন হয়। ব্রনের এবং ব্রনের দাগের চিকিৎসা না করলে ক্ষতচিহ্ন ৪-৫ বছর কিংবা তারো অধিক সময় থেকে যায়।
সূত্রঃ www.patient.co.uk
www.nhs.uk
www.mayoclinic.org
★ ব্রন কেনো এবং কিভাবে হয়
★ ব্রনে জ্বালাপোড়া কেনো হয়
★ কি কি পরিস্থিতি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয়
★ ব্রন নিয়ে আমাদের কিছু ভুল ধারনা
★ ব্রন হলে করনীয়
No comments:
Post a Comment