Wednesday, January 28, 2015

পুরুষের শরীরের কালো দাগ দূর করার উপায়

সাধারণত পুরুষের ত্বক মহিলাদের তুলনায় বেশি মোটা হয়।  এর মধ্যে কনুই ও হাঁটুর ত্বক আরও বেশি পুরু হয়। যার কারণে এই অঙ্গগুলো শরীরের অন্য অংঙ্গের তুলনায় কালচে হয়ে বিশ্রী দেখায়।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল হাসপাতালের চর্মরোগ বিভাগের বিশেষজ্ঞ  অধ্যাপক আফজালুল করিম বলেন, ‘পুরুষের কনুই, হাঁটু বা গোড়ালির মতো জায়গা গুলো বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে থাকে। ফলে সেখানে কোনো রকম ঘষা টসা লাগলেই এমন কালো হয়ে যায়। এই রকম কালো দাগ শুধু হাতের কনুই বা হাঁটুতেই হয় না, অনেকের গোড়ালির দুই পাশেও এমন দাগ হয়ে থাকে। আবার বংশগত কারণেও কালো দাগ হয়ে থাকে।’ পুরুষের গোড়ালি, হাঁটু বা কনুইয়ের ত্বকে অনেক ভাঁজ থাকে বলে সহজেই সে জায়গা গুলো কালো দেখায়। 

আফজালুল করিম বলেন, এই অংশ বেশি শক্ত হয়ে গেলে সেখানে খোঁটা খুঁটি করা যাবে না। এ ছাড়া শক্ত ত্বক নরম করতে একটু বেশি করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখা যায়। নিয়মিত পরিচর্যা করলে আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যাবে।
শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে ফেলার জন্য নিয়মিত শরীরচর্চা করতে পারেন। তবে এ সময় এই জায়গা গুলোতে ঘষা কম লাগলেই ভালো। এক টেবিল-চামচ বেকিং সোডার সাথে পরিমাণমতো তরল দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর কালো জায়গা গুলোর ওপরে ১০/১৫ মিনিট ধরে বৃত্তাকারে মালিশ করে নিন। দুই দিন পর পর এই মালিশ করলে বেশ উপকার পাওয়া যাবে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে কালচে ও রুক্ষ জায়গায় লাগিয়ে কিছু সময় রেখে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দাগ উঠে যাবে। তা ছাড়া টকদই ও ভিনেগার একসাথে মিশিয়ে লাগালেও উপকার পাওয়া যাবে।


search tags: ত্বকের কালচে ভাব দূর করার উপায়, blackish skin, skin care, skin care for male, how to remove blackness of skin

Sunday, January 25, 2015

বিপাশা বসুর একাকী জীবন






বিপাশাকে নিয়ে বর্তমানে যে আলোচনা বলিউড জুড়ে চড়ে বেড়াচ্ছে, তা হলো তাঁর একাকিত্ব। অ্যালোন মুভিতে অভিনয় করেছেন বলেই হয়তো ব্যক্তিজীবনেও এখন সেই আমেজই রাখতে চাচ্ছেন বিপাশা। বলেছেন, ‘সেই ১৬ বছর বয়স হতেই প্রেম করছি। তখন থেকে এ পর্যন্ত প্রেমিক ছাড়া আমার কোনো জন্মদিন পালন করিনি। কিন্তু এবারই হয়তো ব্যতিক্রম ঘটনা ঘটল। এবার প্রেমিক ছাড়া দিব্যি পালন করলাম জন্মদিন। বহু দিন পর পুরোনো সেই একাকিত্বের স্বাদ পেলাম। নিজেকে অনেক স্বাধীন আর নিশ্চিন্ত মনে হয়েছে এবারের জন্মদিনে। শুধুই বন্ধুবান্ধব আর পরিবারের সাথে কাটিয়েছি ৭ জানুয়ারি দিনটি।’ ফুল, উপহার এবং বই পড়ে উদ্যাপন করা হয়েছে বয়স বাড়ার আনন্দ। কী বই সেটি? শীর্ষেন্দু আর লীলা মজুমদারের ভূতের গল্প খুব প্রিয় তাঁর। তাই তো বলি, এই মেয়ে ভূত প্রেতের প্রতি এতটা আসক্ত কেন!
সূত্র : বলিউড পত্রিকা

search tags: বিপাশা বসু, বিপাসা বসু, bipasha boshu, bipasa basu, bipasha bosu, bipasha boshu news, bipasha bosu 2015, hot bipasa basu

Tuesday, January 6, 2015

funny jokes about horror and love night


Difference Between Horror&Beautiful Night
.

Beautiful Night Is..When You
Hug Your Teddy Bear and Sleep.
.

&Horror Night Is...
.
.
.
When Your Teddy Hugs You Back