দ্রুত বীর্যপাত অনেক পুরুষের জীবনে বড় ধরনের সমস্যার নাম। সেক্সুয়াল এক্সাইটমেন্ট আসতে না আসতেই মনের অজান্তেই বীর্যপাত হয়ে যায়। এই সমস্যা থেকে উত্তরনের জন্য কিছু বিষয় অনুসরন করলে সমাধান আসে।
★ মদ, তামাকজাত দ্রব্য, নেশাজাতীয় ঔষুধ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।
★ মেলামেশার সময় কনডম ব্যাবহার করুন। বর্তমানে বাজারে লং লাস্টিং প্রোভেন কনডম পাওয়া যায়। কনডম ব্যাবহার করলে এমনিতেই সেনসেশন কম অনুভূত হয়। এতে করে দেরিতে বীর্যপাত হবে।
★ এনেস্থেটিক ক্রিম এবং স্প্রে লিংগে ব্যাবহার করতে পারেন। এগুলো সহবাস করার কিছুক্ষন পূর্বে ব্যাবহার করলে সেন্সেশন কমে গিয়ে বীর্যপাত দেরীতে হয়।
★ এই সমস্যার জন্য বিষণ্ণতা দায়ী থাকতে পারে। সেহেতু এন্টিডিপ্রেসেন্ট ঔষুধ খাওয়া যেতে পারে। শুধু ঔষুধের উপর নির্ভরশীল না হয়ে স্বাভাবিক প্রাণবন্ত জীবন যাপন করতে চেষ্টা করুন। মানুষিক প্রশান্তির কাছে কঠিন রোগও হার মানে।
★ এনালজেসিভ মেডিসিন দ্রুত বীর্যপাত প্রতিরোধ করে। তবে যেকোন ঔষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিবেন।
তথ্যসূত্রঃ
mayoclinic.org
search tags: তাড়াতাড়ি বীর্যপাত বন্ধ, দীর্ঘক্ষন সেক্স korar upay, ধজভংগ রোগ, dhojovongo dozovonger cikitsha, druto birtojopat,birzopat bonder upay,long time sex korar upay, taratari out hoy
Where we get the better treatment of vertigo ?
ReplyDeleteKhub pet batha korchi
Delete