Monday, December 7, 2015

হস্তমৈথুনের ভালো ও খারাপ দিক


সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ৯৫% পুরুষ ও ৮৯ % মহিলারা জীবনে কোনো না কোনো সময় হস্তমৈথুন বা মাস্টারবেসন করেছেন। এটি মানুষের সেক্সুয়াল ইন্টারকোর্সের দ্বিতীয় ধাপ।

হস্তমৈথুন করা ইসলামে সম্পূর্ণ ভাবে নিষেধ। তারপরও অবিবাহিত পুরুষ বা মহিলাদের রতিশক্তি অবদমন করার জন্য হস্তমৈথুন করা ছাড়া উপায় থাকে না।

একদিক দিয়ে হস্তমৈথুন করার উপকারিতা আছে। অতিরিক্ত যৌন উত্তেজনার ফলে নানান অশ্লীলতা ও ধর্ষন প্রবনতা বেড়ে গেলে সমাজে বড় ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে। হস্তমৈথুন করলে শারীরিক যৌন উদ্দীপনা কম থাকে। তাই এটিকে বিশেষজ্ঞরা ভালো বলে মেনে নিয়েছেন। তবে এটা অভ্যাসে পরিনত হয়ে গেলে কিংবা মাত্রাতিরিক্ত করলে শিশ্ন ও যোনির ক্ষতি হয়। পুরুষের লিংগে ঘর্ষনের কারনে স্পর্শানুভুতি কমে যাওয়া, ঘা এবং স্বাভাবিক আকার নষ্ট হতে পারে।

তথ্যসূত্রঃ
mens-sexual-health.org

Search tags: হস্তমৈথুনের উপকারিতা, অপকারিতা, ক্ষতি, বেশী হস্তমৈথুন করলে কি সমস্যা হয়, masturbation er khoti, handjob, handing er somossa, mastarbation korle ki hoy, masterbation er side effect

No comments:

Post a Comment