আপনি অনেক দাম দিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ব্র্যান্ড এর মোবাইল ফোন কিনলেন। ডিসপ্লে, ক্যামেরা রেজুলেশন, ক্যামেরা কোয়ালিটি সহ অন্যান্য ফাংশন নিয়ে খুব খুশী হলেন। কিন্তু আপনার একটাই আফসোস, চার্য থাকেনা। হোক না সে অর্ধ লক্ষ টাকার আইফোন, স্যামসাং, এইচ টি সি, সনি প্রভৃতি ব্রান্ডের ফোন। হাই ডেফিনেশন গেমস খেলার সময়, ইন্টারনেট সার্ফিং, স্ট্রিমিং ভিডিও কিংবা বিগ ফাইল ডাউনলোড করতে করতে আপনার সেটের ব্যাটারি ড্রেইন হয়ে যায়।
বাসা থেকে দামী ফোন টি চার্য দিয়ে বেরুলেন আর ঘরে ফেরার আগে ব্যাটারি সেভার টার্ন অন করে ১০ পার্সেন্ট চার্য থাকা অবস্থায় ঘরে ফিরলেন। কোনো কোনো সময় তো মাঝ পথে সেটটি বন্ধ ই হয়ে পড়ে। কেউ কেউ এই অসুবিধাটি সামাল দেওয়ার জন্য ইয়া বড় আকারের পাওয়ার ব্যাংক পকেটে ঠুসে রাখেন শুধু মোবাইল টির চার্য বুস্ট আপ করার জন্য। বিষয়টি আসলেই অস্বস্তিকর।
অনেকে তো দেশীয় ব্র্যান্ডের সেট নিয়ে চলা ফেরা করতে চাননা প্রেস্টিজ ইস্যুর জন্য।
কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, স্বল্প বাজেটের মধ্যে দেশীয় মোবাইল গুলো আপনাকে কত রকম ফিচার অফার দিচ্ছে! এন্ড্রোয়েড ললিপপ , বিগ স্পেস র্যাম, বিগ স্পেস রম, ওটিজি সাপোর্ট, বিগ স্ক্রিন সহ আরো কত কি! কম দামে কিনছেন বলে যে ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন না তা কিন্তু নয়। তাহলে সমস্যা টা কি?
যাই হোক আমি আসলে দেশীয় মোবাইল কোম্পানি গুলোর তাঁবেদারি করার জন্য এই পোস্টটি লিখছি না। আমি কয়েকটি দীর্ঘস্থায়ী ব্যাটারি সমৃদ্ধ দেশীয় ফোন সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি। যাতে করে আপনার চার্য নিয়ে দুঃখ কিংবা আফসোস না থাকে। আসুন তাহলে লেটেস্ট সেটগুলোই দেখি...
★ ওয়ালটন প্রিমো আর এম টু:
আমি বর্তমানে এই সেটটি ব্যাবহার করছি। আমার কাছে সেটটি ভালো লেগেছে। সেটটির প্রধান আকর্ষন হচ্ছে রিমুভেবল ৫০০০ এম এ এইচ লি-পলিমার ব্যাটারি। আরো আছে ২ জিবি র্যাম,১৬ জিবি রম, হাই রেজুলেশন আই পি এস ডিসপ্লে, ৫ ইঞ্চি স্ক্রিন, করনিং গরিলা-২ গ্লাস প্রটেক্টর, ১৩ এম পি রিয়ার এবং ৫ এম পি ফ্রন্ট অটো ফোকাস ক্যামেরা, ওটিজি ওটিএ সাপোর্ট...ইত্যাদি ফিচার। সারাদিন ইন্টারনেট সার্ফিং কিংবা গেমস খেলার সময় চার্য নিয়ে দুশ্চিন্তা নেই। আর মাল্টিমিডিয়া ব্যাবহার না করলে তো দু তিন দিন নিশ্চিন্তে চার্য থাকবেই। সেটটির কোম্পানি প্রাইস কমানো হয়েছে। এখন সেটটির দাম এগারো হাজার টাকা(১০৯৯০)। ওয়ারেন্টি এক বছর।
★ সিম্ফনি এক্সপ্লোরার এইচ ১৫০ঃ
৫ ইঞ্চি আই পি এস হাই ডেফিনিশন স্ক্রিন রেজুলেশন সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৪০০০ এম এ এইচ রিমুভেবল লি-পলিমার ব্যাটারি, ৮ এম পি+ ২ এম পি ক্যামেরা, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ওটিজি ওটিএ সাপোর্ট... ইত্যাদি ফিচার। দাম ৯,২৯০ টাকা।
★ ওয়ালটন প্রিমো জি এমঃ
৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে আছে ৪০০০ এম এ এইচ নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি, ১জিবি র্যাম, ৮জিবি রম, মাঝামাঝি স্ক্রিন রেজুলেশন, ওটিজি...ইত্যাদি ফিচার। দাম ৮৭৯০ টাকা।
★ ওয়ালটন প্রিমো এইচ এম মিনিঃ
৪.৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে আছে ৪০০০ এম এ এইচ লি-আয়ন ব্যাটারি, ১জিবি র্যাম, ৮জিবি রম,৮ এম পি ফ্রন্ট এবং ২ এম পি রেয়ার ক্যামেরা...ইত্যাদি ফিচার। দাম ৭৮৯০ টাকা।
তাহলে উপরোল্লিখিত ফোন গুলোর মধ্য থেকে আপনার পছন্দের মোবাইলটি কিনে নিন। চার্য নিয়ে বিড়ম্বনা থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ।
Search tags:
বেশী চার্য মোবাইল
কোন মোবাইলে বেশি চার্য থাকে
ওয়াল্টনের বেশি চার্য মোবাইল
সিম্ফনির বেশি চার্য মোবাইল
কম দামী ভালো ফোন
ভালো ব্যাটারির মোবাইল
walton primo rm2 specifications, features, review, price
walton primo gm specifications, features, review, price
walton primo hm mini specification, features, review, price
beshi charge thake kon mobile phone set e
mobile e charge thakena keno
beshikkhon chare thakar upay
kom dam e kon phone ti valo
walton er valo phone
symphony r valo phone
বাসা থেকে দামী ফোন টি চার্য দিয়ে বেরুলেন আর ঘরে ফেরার আগে ব্যাটারি সেভার টার্ন অন করে ১০ পার্সেন্ট চার্য থাকা অবস্থায় ঘরে ফিরলেন। কোনো কোনো সময় তো মাঝ পথে সেটটি বন্ধ ই হয়ে পড়ে। কেউ কেউ এই অসুবিধাটি সামাল দেওয়ার জন্য ইয়া বড় আকারের পাওয়ার ব্যাংক পকেটে ঠুসে রাখেন শুধু মোবাইল টির চার্য বুস্ট আপ করার জন্য। বিষয়টি আসলেই অস্বস্তিকর।
অনেকে তো দেশীয় ব্র্যান্ডের সেট নিয়ে চলা ফেরা করতে চাননা প্রেস্টিজ ইস্যুর জন্য।
কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, স্বল্প বাজেটের মধ্যে দেশীয় মোবাইল গুলো আপনাকে কত রকম ফিচার অফার দিচ্ছে! এন্ড্রোয়েড ললিপপ , বিগ স্পেস র্যাম, বিগ স্পেস রম, ওটিজি সাপোর্ট, বিগ স্ক্রিন সহ আরো কত কি! কম দামে কিনছেন বলে যে ওয়ারেন্টি সুবিধা পাচ্ছেন না তা কিন্তু নয়। তাহলে সমস্যা টা কি?
যাই হোক আমি আসলে দেশীয় মোবাইল কোম্পানি গুলোর তাঁবেদারি করার জন্য এই পোস্টটি লিখছি না। আমি কয়েকটি দীর্ঘস্থায়ী ব্যাটারি সমৃদ্ধ দেশীয় ফোন সম্পর্কে আপনাদের জানাতে চাচ্ছি। যাতে করে আপনার চার্য নিয়ে দুঃখ কিংবা আফসোস না থাকে। আসুন তাহলে লেটেস্ট সেটগুলোই দেখি...
★ ওয়ালটন প্রিমো আর এম টু:
আমি বর্তমানে এই সেটটি ব্যাবহার করছি। আমার কাছে সেটটি ভালো লেগেছে। সেটটির প্রধান আকর্ষন হচ্ছে রিমুভেবল ৫০০০ এম এ এইচ লি-পলিমার ব্যাটারি। আরো আছে ২ জিবি র্যাম,১৬ জিবি রম, হাই রেজুলেশন আই পি এস ডিসপ্লে, ৫ ইঞ্চি স্ক্রিন, করনিং গরিলা-২ গ্লাস প্রটেক্টর, ১৩ এম পি রিয়ার এবং ৫ এম পি ফ্রন্ট অটো ফোকাস ক্যামেরা, ওটিজি ওটিএ সাপোর্ট...ইত্যাদি ফিচার। সারাদিন ইন্টারনেট সার্ফিং কিংবা গেমস খেলার সময় চার্য নিয়ে দুশ্চিন্তা নেই। আর মাল্টিমিডিয়া ব্যাবহার না করলে তো দু তিন দিন নিশ্চিন্তে চার্য থাকবেই। সেটটির কোম্পানি প্রাইস কমানো হয়েছে। এখন সেটটির দাম এগারো হাজার টাকা(১০৯৯০)। ওয়ারেন্টি এক বছর।
★ সিম্ফনি এক্সপ্লোরার এইচ ১৫০ঃ
৫ ইঞ্চি আই পি এস হাই ডেফিনিশন স্ক্রিন রেজুলেশন সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ৪০০০ এম এ এইচ রিমুভেবল লি-পলিমার ব্যাটারি, ৮ এম পি+ ২ এম পি ক্যামেরা, ১ জিবি র্যাম, ৮ জিবি রম, ওটিজি ওটিএ সাপোর্ট... ইত্যাদি ফিচার। দাম ৯,২৯০ টাকা।
★ ওয়ালটন প্রিমো জি এমঃ
৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে আছে ৪০০০ এম এ এইচ নন রিমুভেবল লি-পলিমার ব্যাটারি, ১জিবি র্যাম, ৮জিবি রম, মাঝামাঝি স্ক্রিন রেজুলেশন, ওটিজি...ইত্যাদি ফিচার। দাম ৮৭৯০ টাকা।
★ ওয়ালটন প্রিমো এইচ এম মিনিঃ
৪.৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে আছে ৪০০০ এম এ এইচ লি-আয়ন ব্যাটারি, ১জিবি র্যাম, ৮জিবি রম,৮ এম পি ফ্রন্ট এবং ২ এম পি রেয়ার ক্যামেরা...ইত্যাদি ফিচার। দাম ৭৮৯০ টাকা।
তাহলে উপরোল্লিখিত ফোন গুলোর মধ্য থেকে আপনার পছন্দের মোবাইলটি কিনে নিন। চার্য নিয়ে বিড়ম্বনা থেকে মুক্ত থাকুন। ধন্যবাদ।
Search tags:
বেশী চার্য মোবাইল
কোন মোবাইলে বেশি চার্য থাকে
ওয়াল্টনের বেশি চার্য মোবাইল
সিম্ফনির বেশি চার্য মোবাইল
কম দামী ভালো ফোন
ভালো ব্যাটারির মোবাইল
walton primo rm2 specifications, features, review, price
walton primo gm specifications, features, review, price
walton primo hm mini specification, features, review, price
beshi charge thake kon mobile phone set e
mobile e charge thakena keno
beshikkhon chare thakar upay
kom dam e kon phone ti valo
walton er valo phone
symphony r valo phone
No comments:
Post a Comment