Monday, December 7, 2015

ব্লাড ক্যান্সারের লক্ষন ও চিকিৎসা


ব্লাড ক্যান্সার বা লিম্ফোমা একটি প্রাণঘাতী রোগ। দেহে রক্তের শ্বেত কনিকা দেহের রোগ প্রতিরোধ করে। যখন সতেজ কোষ থেকে দ্রুতগতিতে শ্বেত কনিকা পৃথককৃত হয় অথবা এর আয়ুষ্কাল নির্দিষ্ট সময়ের চেয়েও বেশি সময় হয় তখন অস্বাভাবিকতা দেখা দেয়। লিম্ফোমা শরীরের লিম্ফ নোডস, পীহা, অস্থিমজ্জা, রক্ত এবং অন্যান্য প্রত্যংগে বিস্তারিত হতে পারে।

লিম্ফোমা দুই ধরনের-
১। হজকিন লিম্ফোমা
২। নন হজকিন লিম্ফোমা

ব্লাড ক্যান্সারের লক্ষন সমূহঃ
কমন লক্ষন গুলো হচ্ছে
★ লিম্ফ নোড ফুলে যাওয়া
★ জ্বর, অতিরিক্ত ঘাম, অস্বাভাবিক ওজন হ্রাস
★অনেক ঠান্ডা অনুভব
★শারীরিক দূর্বলতা
★ চুলকানি অনুভব

ব্লাড ক্যান্সারের চিকিৎসাঃ
হজকিন লিম্ফোমা হলে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি অথবা দুটো থেরাপি একসাথে দিলে রোগীর উন্নতি ঘটে। বোন ম্যারো  বা স্টিম সেল ট্রান্সপ্লান্টেশন ও করা হয়ে থাকে। ট্রিটমেন্টের পর এ ধরনের রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

নন হজকিন লিম্ফোমা রোগীদের উপরোক্ত থেরাপির সাথে সাথে বায়োলজিক্যাল থেরাপিও দেওয়া হয়। অনেক সময় সার্জারিরও প্রয়োজন হয়। নন হজকিন লিম্ফোমা আক্রান্ত রোগীরা সঠিক ভাবে ও রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট নিলে ২০ বছরেরও বেশি দিন বেঁচে থাকতে পারে।

তথ্যসূত্রঃ
lymphoma.org

search tags: ব্লাড ক্যান্সার কি, কয় প্রকার, লিম্ফোমা কি, blood cancer ki, er lokkhon, cikitsa, medicine, blad cansar keno hoy
lymphoma ki

No comments:

Post a Comment