Saturday, March 7, 2015

ব্রন নিয়ে আমাদের কিছু ভুল ধারনা



★ স্বাস্থ্য দুর্বল হলে ব্রন হয়, এটা ভুল ধারনা।
★ ব্রন কোনো একটি নির্দিষ্ট কারনে হয় না। বিভিন্ন কারনে হয়।
★ বেশি বেশি মুখ ধুলে ব্রন কম হবে। এটা ভুল ধারনা।
★ আমাদের সবচেয়ে বড় একটি ভুল ধারনা আছে। সেটা হচ্ছে টেনশনের কারনে নাকি ব্রন হয়। এটার কোনো বৈজ্ঞানিক  ভিত্তি নেই। তবে ব্রন হয়ে গেলে মানুষিক চাপ ব্রন সমস্যা বাড়িয়ে দেয়।
★ বেশি পানি পান করা ভালো। তবে এতে ব্রন হবে না এটা সঠিক নয়।
★ অনেকে মনে করেন চিকিৎসা করলেও ব্রন ভালো হয় না। এটা ভ্রান্ত ধারনা। সব রোগের ই চিকিৎসা রয়েছে হোক সেটা ব্রন কিংবা হাঁচি কাশি।

সূত্রঃ patient.co.uk
        nhs.uk
        mayoclinic.org

★ ব্রন কেনো এবং কিভাবে হয়
★ ব্রন কাদের বেশি হয়
★ ব্রনে জ্বালাপোড়া কেনো হয়
★ কি কি পরিস্থিতি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয়
★ ব্রন হলে করনীয়

tags: ব্রন, একনি, পিম্পল, bron, acne, pimple, acne myth, beshi beshi mukh dhule ki bron kome, tension korle ki bron hoy

No comments:

Post a Comment