Wednesday, March 25, 2015

পেটের কিছু সমস্যা নিয়ে আমাদের মধ্যে বিদ্যমান কুসংস্কার



আমাদের মধ্যে কুসংস্কার নামক মানবসৃষ্ট ভাইরাস টি সর্বদা প্রভাব বিস্তার করে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে কিনা জীবনে একবারও কুসংস্কারের বলি হন নি। পেটের নানান সমস্যা নিয়ে আমাদের মধ্যে রয়েছে কিছু বিভ্রান্তি বা কুসংস্কার। যেমন-

বেশি মসলাযুক্ত খাবার খেলে আলসার হয়ঃ

চিকিৎসকেরা বলছেন, মসলা কিংবা মসলাদার খাবার খাওয়ার সাথে পাকস্থলীতে আলসার হওয়ার তেমন কোনো সম্পর্ক নাই। কেননা, পাকস্থলীর আলসারের সৃষ্টি করে হ্যালিকোব্যাকটার পাইলোরি নামের জীবাণু—এ কথা কয়েকদিন আগে প্রমাণিত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ বা অ্যাসপিরিন জাতীয় ওষুধও আলসার হওয়ার কারণ হতে পারে। অধিক মসলাযুক্ত খাবার গ্যাস্ট্রিক-আলসারের রোগীর উপসর্গ হয়তো কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু এটি রোগটির মূল কারন নয়।

ধূমপান করলে পেট ক্লিয়ার হয়ঃ

ধূমপান কারীরা প্রায়ই বলেন, ধূমপান না করলে তাঁদের পেট পরিষ্কার হয় না, সিগারেটে এক টানেই নাকি পেটের গ্যাস কমে যায়। কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টো। সিগারেটের ক্ষতিকর উপাদান নিকোটিন মানুষের খাদ্যনালির স্ফিংটার বা দরজাকে অকার্যকর করে ফেলে। ফলে অ্যাসিডিটির পরিমান আরও বেড়ে যায়। তার ওপর ধূমপান করলে খাদ্যনালির প্রদাহ তৈরি হয়। তাই পরিপাকতন্ত্রের উপর ধূমপানের প্রভাব কোনোমতেই ভালো নয়।

দৈনিক পায়খানা না হওয়া খারাপ?

প্রতিদিন পায়খানা হতেই হবে—এমন কোনো কথা নেই। মানুষের মলত্যাগের হার একেক সময় একেক রকম হতে পারে। এতে নির্দিষ্ট কোনো বিষয় নেই। কারও দিনে দুই তিনবার, কারও পুরো সপ্তাহে তিন চারবার মলত্যাগ করতে হয়—দুটোই ব্যাপারই স্বাভাবিক। তাই একদিন কোষ্ঠ পরিষ্কার না হলেই চিন্তিত হবার কিছু নেই।

 খাবার সময় বেশি পানি পান করাঃ

খাবার সময় বা এর আগে কিংবা পরে বেশি করে পানি পান করলে হজম ভালো হয়—এই ধারণাটাও ভুল। সারা দিনে আপনাকে পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে ঠিক, তার মানে এটা ঠিক নয় যে খাওয়া দাওয়ার সময় বারবার পানি খেতেই থাকবেন। বরং যাঁদের অ্যাসিডিটি হয়ে পেট ফুলে যায়, তাঁদের খাওয়ার মধ্যে বেশি পানি পান না করাই ভালো।

টেনশন করলে আলসার হয়ঃ

অনেকেই বলেন, দুশ্চিন্তা আর টেনশনের কারণেই পেটে আলসার হয়েছে। এখানেও সেই বিভ্রান্তি—পাকস্থলীর আলসারের সুনির্দিষ্ট কারণ মূলত জীবাণুঘটিত। তবে উদ্বেগ বা টেনশনের সাথে বদহজম, আইবিএস ইত্যাদি রোগের সম্পর্ক থাকতে পারে।

সূত্রঃ
মেডিসিন বিভাগ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

tags: পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, এসিডিটি, তরকারীতে মসলা বেশি খেলে কি পেটে গ্যাস্ট্রিক হয়, ধুমপান সিগেরেট খেলে কি পেট পরিস্কার হয়, দৈনিক কয়বার পায়খানা হওয়া ভাল, খাওয়ার সময় পানি বেশি খাওয়া ভাল, টেনশন দুশ্চিন্তা করলে কি গ্যাস্ট্রিক আলসার হয়, peter shomossha problem, moshola beshi khele ki gastric hoy, daily koybar paykhana howa valo, khaoar somoy pani beshi khaoa ki valo, tension korle ki gastric ulcer hoy

No comments:

Post a Comment