Saturday, March 7, 2015

ব্রন কেনো এবং কিভাবে হয়




ত্বকের ঠিক নিম্নাংশে তৈলাক্ত গ্রন্থি অবস্থিত। এই গ্রন্থিগুলো ত্বককে কোমল ও মসৃণ রাখার জন্যে ত্বকে তৈলাক্ত রস সরবরাহ করে। ত্বকের উপরিভাগের লোমকূপের সূক্ষ্ম ছিদ্র দিয়ে এই তৈলাক্ত রস নিঃসরিত হয়। কিশোর বয়সে এর নিঃসরণ বেশি হয়। বয়ঃসন্ধি কালে হরমোনাল চেঞ্জের কারনে তৈলাক্ত গ্রন্থিগুলো বেশি উদ্দীপিত হয় যার ফলে ত্বক অধিক তৈলাক্ত হয়। অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্রনের পরিমান বেশি হয়ে থাকে। গ্রন্থি গুলো ব্লক হয়ে গেলে লোমকুপ ফুলে উঠে এবং ব্রন দেখা দেয়।

সূত্রঃ patient.co.uk
        nhs.uk
        mayoclinic.org


★ ব্রন কাদের বেশি হয়
ব্রনে জ্বালাপোড়া কেনো হয়
কি কি পরিস্থিতি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয়
ব্রন নিয়ে আমাদের কিছু ভুল ধারনা
ব্রন হলে করনীয়

tags: ব্রন, একনি, পিম্পল, ব্রন কেনো হয়, ব্রন কিভাবে হয়, বরন,  acne, pimple, how acne develops, bron keno hoy, bron kivabe hoy, bron problem

1 comment:

  1. I'm so big trouble! Lot of acne in my face!! How can i deserve it! Give me some rules!! My face is so oily- and full of face acne!
    Now this situation what i can do?

    ReplyDelete