er shomossha
মেদবহুল শরীর, স্থূলতা বা অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সমস্যা। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, রক্তের মধ্যে চর্বির আধিক্য বা হৃদরোগ ইত্যাদি সমস্যার কারণ এই অতিরিক্ত ওজন। এটি আরও বিবিধ রোগব্যাধির জন্য দায়ী।
শরীরের ওজন যদি উচ্চতা অনুযায়ী যতটুকু থাকা দরকার তার মাত্রা ছাড়িয়ে যায়, তখন মানুষের সুস্থতা এবং সৌন্দর্য বিনষ্ট হয়। মানসিক ও শারীরিকসহ নানা রোগে প্রাত্যহিক কাজেও তখন অনেক রকমের ব্যাঘাত ঘটে। অল্প পরিশ্রমে ক্লান্তি পেয়ে বসে, সক্ষমতাও কমে যায়। যে কোনো কাজ নির্বিঘ্নে করা কঠিন হয়ে পড়ে। আর তখনই দেখা দেয় নানারকম শারীরিক সমস্যা। যেমন:
অস্টিওআর্থ্রাইটিস অথবা গেঁটে বাত: অস্থিসন্ধি আমাদের দেহের ভার বহন করে। দীর্ঘদিন অতিরিক্ত ওজন বহন করার ফলে অস্থিসন্ধিতে পরিবর্তন দেখা দেয়। যার কারনে নানা ধরনের বাত ব্যথা হয়। মেরুদণ্ড, কোমর ও হাঁটুতে ব্যথা কিংবা প্রদাহ হতে পারে। গেঁটে বাতের ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। এ ব্যাপারটিও স্থূলতার সঙ্গে সম্পর্কযুক্ত।
যকৃতের অকার্যকারিতা: যকৃতের একটি প্রধান সমস্যা হলো যকৃতে চর্বি জমে যাওয়া বা ফ্যাটি লিভার। এ থেকে যকৃতের নানাবিধ সমস্যা, এমনকি লিভার সিরোসিস রোগ পর্যন্ত হতে পারে।
পিত্তথলির সমস্যা: মোটা মানুষের পিত্তথলির মধ্যে পাথর হওয়ার ঝুঁকি বেশি। সাধারণ দেহের মানুষের তুলনায় তাদের, বিশেষ করে যদি ৪০ বছরের অধিক বয়সী নারী হন, পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
ক্যানসার: স্থূলতার সাথে ইদানীং বিভিন্ন রকমের ক্যানসারের সম্পৃক্ততাও মিলেছে। খাদ্যনালি, অন্ত্র, যকৃৎ, স্তন এবং লসিকা গ্রন্থির ক্যানসারের সাথেও স্থূলতার সম্পর্ক আছে।
পায়ের শিরায় সমস্যা: স্থূলকায় লোকের পায়ের শিরা অনেক সময় ফুলে ওঠে। একে বলা হয় ভ্যারিকোস ভেইন। জটিলতা বেড়ে গেলে এ থেকে মুক্তির জন্য অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়।
শ্বাস-প্রশ্বাসে সমস্যা: নাক ডাকা ও ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার (স্লিপ এপনিয়ার) বড় কারণ হচ্ছে স্থূলতা। স্লিপ এপনিয়ায় রোগীর হৃদ রোগ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
বন্ধ্যাত্ব: স্থূলতার কারণে অনেক সময দেখা যায়় সন্তান ধারণে সমস্যা হয়। স্থূল কিশোরী ও যুবতীদের ডিম্বাশয়ে সিস্ট ও অনিয়মিত মাসিক থেকে শুরু করে বন্ধ্যাত্ব এবং দেহে অবাঞ্ছিত লোম ইত্যাদি সমস্যা হতে পারে।
তাই শুধু হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপই নয়, বাড়তি ওজন কমিয়ে আপনি নানাবিধ জটিল সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
সূত্রঃ
ডিন,
মেডিসিন অনুষদ,
বিএসএসএমইউ
tags: মোটা শরীরের সমস্যা, মোটা হলে কি রোগ, স্বাস্থ্য বাড়লে কি কি সমস্যা হয়, স্বাস্থ্য বেশি হলে কি সমস্যা হয়, মেদ সমস্যা, ওজন বেশি হলে কি হয়, fat body, mota hole ki ki problem hoy, shastho barle ki rog hoy, mota shorir
মেদবহুল শরীর, স্থূলতা বা অতিরিক্ত ওজন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সমস্যা। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, রক্তের মধ্যে চর্বির আধিক্য বা হৃদরোগ ইত্যাদি সমস্যার কারণ এই অতিরিক্ত ওজন। এটি আরও বিবিধ রোগব্যাধির জন্য দায়ী।
শরীরের ওজন যদি উচ্চতা অনুযায়ী যতটুকু থাকা দরকার তার মাত্রা ছাড়িয়ে যায়, তখন মানুষের সুস্থতা এবং সৌন্দর্য বিনষ্ট হয়। মানসিক ও শারীরিকসহ নানা রোগে প্রাত্যহিক কাজেও তখন অনেক রকমের ব্যাঘাত ঘটে। অল্প পরিশ্রমে ক্লান্তি পেয়ে বসে, সক্ষমতাও কমে যায়। যে কোনো কাজ নির্বিঘ্নে করা কঠিন হয়ে পড়ে। আর তখনই দেখা দেয় নানারকম শারীরিক সমস্যা। যেমন:
অস্টিওআর্থ্রাইটিস অথবা গেঁটে বাত: অস্থিসন্ধি আমাদের দেহের ভার বহন করে। দীর্ঘদিন অতিরিক্ত ওজন বহন করার ফলে অস্থিসন্ধিতে পরিবর্তন দেখা দেয়। যার কারনে নানা ধরনের বাত ব্যথা হয়। মেরুদণ্ড, কোমর ও হাঁটুতে ব্যথা কিংবা প্রদাহ হতে পারে। গেঁটে বাতের ফলে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। এ ব্যাপারটিও স্থূলতার সঙ্গে সম্পর্কযুক্ত।
যকৃতের অকার্যকারিতা: যকৃতের একটি প্রধান সমস্যা হলো যকৃতে চর্বি জমে যাওয়া বা ফ্যাটি লিভার। এ থেকে যকৃতের নানাবিধ সমস্যা, এমনকি লিভার সিরোসিস রোগ পর্যন্ত হতে পারে।
পিত্তথলির সমস্যা: মোটা মানুষের পিত্তথলির মধ্যে পাথর হওয়ার ঝুঁকি বেশি। সাধারণ দেহের মানুষের তুলনায় তাদের, বিশেষ করে যদি ৪০ বছরের অধিক বয়সী নারী হন, পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
ক্যানসার: স্থূলতার সাথে ইদানীং বিভিন্ন রকমের ক্যানসারের সম্পৃক্ততাও মিলেছে। খাদ্যনালি, অন্ত্র, যকৃৎ, স্তন এবং লসিকা গ্রন্থির ক্যানসারের সাথেও স্থূলতার সম্পর্ক আছে।
পায়ের শিরায় সমস্যা: স্থূলকায় লোকের পায়ের শিরা অনেক সময় ফুলে ওঠে। একে বলা হয় ভ্যারিকোস ভেইন। জটিলতা বেড়ে গেলে এ থেকে মুক্তির জন্য অস্ত্রোপচারেরও প্রয়োজন হয়।
শ্বাস-প্রশ্বাসে সমস্যা: নাক ডাকা ও ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার (স্লিপ এপনিয়ার) বড় কারণ হচ্ছে স্থূলতা। স্লিপ এপনিয়ায় রোগীর হৃদ রোগ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
বন্ধ্যাত্ব: স্থূলতার কারণে অনেক সময দেখা যায়় সন্তান ধারণে সমস্যা হয়। স্থূল কিশোরী ও যুবতীদের ডিম্বাশয়ে সিস্ট ও অনিয়মিত মাসিক থেকে শুরু করে বন্ধ্যাত্ব এবং দেহে অবাঞ্ছিত লোম ইত্যাদি সমস্যা হতে পারে।
তাই শুধু হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, ডায়াবেটিস ও উচ্চরক্তচাপই নয়, বাড়তি ওজন কমিয়ে আপনি নানাবিধ জটিল সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
সূত্রঃ
ডিন,
মেডিসিন অনুষদ,
বিএসএসএমইউ
tags: মোটা শরীরের সমস্যা, মোটা হলে কি রোগ, স্বাস্থ্য বাড়লে কি কি সমস্যা হয়, স্বাস্থ্য বেশি হলে কি সমস্যা হয়, মেদ সমস্যা, ওজন বেশি হলে কি হয়, fat body, mota hole ki ki problem hoy, shastho barle ki rog hoy, mota shorir
No comments:
Post a Comment