Tuesday, March 31, 2015

শিশুর পেটে ব্যথা হলে কি করবেন



আপনার শিশু আপনার কাছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। তার কোন রোগব্যাধি হলে আপনি হাশপাস করতে থাকেন। শিশুদের অনেক সময় পেটে ব্যাথা হয়। এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে এর সমাধান খোঁজেন। নানান জনের কাছে পরামর্শ নেন। প্রায়ই পেটব্যথা হলে অনেক লোক ই ভাবেন—ও কিছু নয়, মনে হয় কৃমি হয়েছে। তবে পেটব্যথা হলেই যে কৃমি হবে এটা ভাবা ঠিক নয়। শিশুদের পেটব্যথার অনেক কারণ আছে, যেমন: চকলেট, জুস খেলে কিংবা বাইরের জীবাণু পেটে গেলে তার পেটে ব্যথা করে। বিভিন্ন অনুষ্ঠানের ভারী খাবারও অনেক শিশুর সহ্য হয় না। পেটে সংক্রমণ বা গ্যাস
খাবারে অ্যালার্জি
ডায়রিয়া
কোষ্ঠকাঠিন্য
প্রস্রাবে সংক্রমণ
বয়ঃসন্ধিকালের সমস্যা
টিউমার, অ্যাপেন্ডিসাইটিস সহ বিভিন্ন রকমের সার্জিক্যাল সমস্যাতেও শিশুর পেটে ব্যথা হতে পারে। বিষয়টিকে তাই উড়িয়ে দেওয়া উচিত নয়।
পেটে গ্যাস অথবা সংক্রমণ হলে উপযুক্ত ওষুধে সেরে যায়, তবে শিশুকে এ ধরনের সমস্যা হতে বাঁচার উপায় শেখানো দরকার। খাওয়ার আগে-পরে এবং টয়লেট ব্যবহার করার পর সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যকর খাবার খাওয়া ও মুখে নোংরা হাত না দেওয়া ইত্যাদি প্রশিক্ষণ দিতে হবে। কৃমি হয়ে থাকলে পেটব্যথার সময়টিতে কৃমির ওষুধ না দিয়ে ব্যথা কমার দু-তিন দিন পরে ওষুধ খাওয়ানো ভালো। সার্জিক্যাল কারণ থাকলে শিশুবিষয়ক সার্জনের পরামর্শ নেওয়া উচিত।
শিশুর পেটব্যথা অনেক সময় মানসিক কারণেও হয়। অবাক করা বিষয় হচ্ছে শিশু স্কুলে যেতে না চাইলে, পড়া ভালো না লাগলে, পরিবারে অশান্তি থাকলে, বন্ধুরা কোনো বিষয় নিয়ে উত্ত্যক্ত করলে, হঠাৎ বাসা পরিবর্তন বা বন্ধু পরিবর্তন ইত্যাদি কারণেও পেটব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এই ব্যথা কিন্তু ইচ্ছাকৃত নয় বরং তার মনের ভিতরে যে টানাপোড়েন চলে, সেটার ই বহিঃপ্রকাশ ঘটে পেটে ব্যথার মাধ্যমে। এসব ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাওয়া যায় না। তবে সাধারণ কিছু লক্ষণ দেখে অনুমান করা যায়, তার ব্যথা মানসিক নাকি কোনো শারীরিক সমস্যার কারণেই হচ্ছে। লক্ষণগুলো হলো:
১. তিন বছরের নিচে শিশুর পেটে ব্যথা হলে তা সাধারণত রোগের কারণেই হয়ে থাকে।
২. রোগের কারণে ব্যথা হলে শিশুরা সুনির্দিষ্টভাবে ব্যথার জায়গাটা দেখাতে পারে আর যদি মানসিক কারণে হয় তবে সেভাবে দেখাতে পারে না অথবা একেকবার একেক স্থানে দেখায়।
৩. ব্যথার সঙ্গে জ্বর, র‍্যাশ, হাড়ে ব্যথা, ওজন কমে যাওয়া ইত্যাদি সমস্যা হলে বুঝে নিবেন, অবশ্যই সে ব্যথার নির্দিষ্ট কারণ রয়েছে।
৪. ব্যথার কারণে শিশুর ঘুম ভেঙে গেলে কখনোই তা মানসিক কারনে নয়।
মনোরোগের কারণে ব্যথা হলে শিশুকে মানসিক সমর্থন দিতে হবে। বকাঝকা না করে সঠিক কারণটা বের করতে হবে এবং অবশ্যই শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া প্রয়োজন।

ব্যথা যদি খুব তীব্র হয়, অনবরত বমি হয়, পেট শক্ত হয়ে যায়—তখন দ্রুত হাসপাতালে নিতে হবে। সুনির্দিষ্ট কারণ জানার আগে শিশুকে কোনো কিছুই খাওয়ানো উচিত নয়।

সূত্রঃ
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

tags: শিশুর পেটে ব্যাথা, বাচ্চাদের পেটে ব্যাথা হলে কি করবো, শিশুর পেটে সমস্যা, শিশুর পেটে ব্যাথার কারন, shishur pete betha, bacchader pete betha hole ki korbo, shishur pete shomossha, shishur pet bethar karon

No comments:

Post a Comment