p.acnes ব্যাকটেরিয়া ব্রনকে আক্রান্ত করতে পারে। এই জীবানু বংশবৃদ্ধি করে ব্রনে জ্বালাপোড়া বাড়িয়ে দেয় এবং বিস্তার লাভ করে। ব্যাকটেরিয়ার স্বল্পকায় হলে ব্রনাক্রান্ত ত্বকের ক্ষতি করে না। আর ব্যাকটেরিয়ার পরিমান বেশি হলে আঁটকে থাকা সেবামে আক্রমণ বাড়িয়ে দেয়। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাধাগ্রস্ত হয় যাতে জ্বালাপোড়া অনুভূত হয়। ফলে চতুর্পাশে ত্বক লাল হয়ে যায়, স্পট বড় হয়ে যায় এবং ব্রনের মধ্যে পুঁজ হয়। ধীরে ধীরে ব্রন ভালো হয়ে যায়। কিছু কিছু সময় দেখা যায় ব্রনাক্রান্ত জায়গা কয়েক মাস যাবত বিবর্ন থেকে যায়। এই সমস্যাটা কালো বর্ণের মানুষের ত্বকে হয়ে থাকে। ক্ষতচিহ্ন অর্থাত ব্রনের এই দাগ বয়স বাড়লেও থেকে যায়। অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষকে এরকম দাগ দেখে চিহ্নিত করা হয়। গুটিকতক ব্যাতিক্রমি রোগ রয়েছে যার কারনে কিছু কিছু লোকের ব্রন হতে পারে। তবে এর পরিমান অনেক কম।
সূত্রঃ patient.co.uk
nhs.uk
mayoclinic.org
★ ব্রন কেনো এবং কিভাবে হয়
★ ব্রন কাদের বেশি হয়
★ কি কি পরিস্থিতি ব্রনের সমস্যা বাড়িয়ে দেয়
★ ব্রন নিয়ে আমাদের কিছু ভুল ধারনা
★ ব্রন হলে করনীয়
tags: ব্রন, পিম্পল, একনি, ব্রনে জ্বালাপোড়া, ব্রনে ব্যাথা, bron, acne, pimple, acne inflammation, brone jalapora, brone betha, bron fule jay, brone jalapora betha korle ki korbo
No comments:
Post a Comment