Friday, February 27, 2015

হার্ট এটাকের লক্ষন সমূহ


হার্ট এটাকের লক্ষন সমূহঃ

১। বুকে ব্যাথা, অস্বস্তি, চাপ অথবা হাত ব্যাথা, বুকের পাঁজরের হাড্ডিতে ব্যাথা অনুভব করা।
২। পশ্চাতে, চোয়ালে, গলা অথবা হাতের দিকে অস্বস্তি বেড়ে চলে।
৩। অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব, বমি হওয়া, ঝিমুনি।
৪। অতিরিক্ত দুর্বলতা, দুশ্চিন্তা, শ্বাস প্রশ্বাসে সমস্যা।
৫। বেশ দ্রুত অথবা অস্বাভাবিক হৃদকম্পন।

হার্ট এটাকের সময় উপসর্গ গুলো ৩০ মিনিট বা তার বেশি সময় স্থায়ী হয়। এ সময় বিশ্রামের সাথে সাথে জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিন প্রয়োগ করতে হয়। অনেক ক্ষেত্রে রোগীর কোনো লক্ষন ছাড়াই হার্ট এটাক হতে পারে বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে এমনটা হয়। এটাকে silent" myocardial infarction বলে।

সূত্রঃ ওয়েব এম ডি।

★★ হার্ট অ্যাটাক কিভাবে হয়

★★ হার্ট এটাক হলে তৎক্ষণাৎ কি করবেন

tags: হার্ট এটাক, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্টের রোগ, হার্ট এটাকের লক্ষন, হার্ট এটাকের সময় কি সমস্যা হয়, heart attack, heart disease, heart problem, heart block, symptom of heart attack, heart attack hole ki shomossha hoy, heart attack er lokkhon, ki kore bujhbo heart attack hoeche

No comments:

Post a Comment