সারা বিশ্বে হার্ট এটাকে প্রচুর রোগী মৃত্যুবরণ করছে। বাংলাদেশে ও এর প্রকোপ কম নয়।
হৃদযন্ত্রের পেশী তে অক্সিজেন বাহিত রক্ত স্বাভাবিক নিয়মে পরিবাহিত হলে হার্ট তার নিজস্ব গতিতে কাজ করে। করোনারি আর্টেরি হার্টে জটিল উপায়ে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী রোগাক্রান্ত হলে ধমনী সংকোচিত হয়। ফলে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। চর্বি, ক্যালসিয়াম, প্রোটিন ও প্রদাহী কোষ ধমনীতে এক ধরনের প্লাক বা ফলক সৃষ্টি করে যা কিনা বিভিন্ন আকারের হয়ে থাকে। জমাকৃত প্লাকগুলো বাইরে থেকে শক্ত প্রকৃতির হলেও ভিতরে নরম থাকে। শিরার ভিতরের প্লাক গুলো শক্ত হয়ে গেলে রক্ত জমাট বাধে। অক্সিজেনের অভাব তৈরী হয় এবং ক্ষনিকের মধ্যেই হার্টের পেশী দুর্বল হয়ে যায়। কোষগুলো মরে যায় এবং স্থায়ী সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়। আর এভাবেই হার্ট এটাক হয়।
সূত্রঃ ওয়েব এম ডি
★★ হার্ট এটাকের লক্ষন সমূহ
★★ হার্ট এটাক হলে তৎক্ষণাৎ কি করবেন
tags: হার্ট এটাক, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট এটাক কি, কেনো হয়, heart attack ki, keno hoy, heart er rog, heart block keno hoy
হৃদযন্ত্রের পেশী তে অক্সিজেন বাহিত রক্ত স্বাভাবিক নিয়মে পরিবাহিত হলে হার্ট তার নিজস্ব গতিতে কাজ করে। করোনারি আর্টেরি হার্টে জটিল উপায়ে রক্ত সরবরাহ করে। করোনারি ধমনী রোগাক্রান্ত হলে ধমনী সংকোচিত হয়। ফলে স্বাভাবিক রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। চর্বি, ক্যালসিয়াম, প্রোটিন ও প্রদাহী কোষ ধমনীতে এক ধরনের প্লাক বা ফলক সৃষ্টি করে যা কিনা বিভিন্ন আকারের হয়ে থাকে। জমাকৃত প্লাকগুলো বাইরে থেকে শক্ত প্রকৃতির হলেও ভিতরে নরম থাকে। শিরার ভিতরের প্লাক গুলো শক্ত হয়ে গেলে রক্ত জমাট বাধে। অক্সিজেনের অভাব তৈরী হয় এবং ক্ষনিকের মধ্যেই হার্টের পেশী দুর্বল হয়ে যায়। কোষগুলো মরে যায় এবং স্থায়ী সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়। আর এভাবেই হার্ট এটাক হয়।
সূত্রঃ ওয়েব এম ডি
★★ হার্ট এটাকের লক্ষন সমূহ
★★ হার্ট এটাক হলে তৎক্ষণাৎ কি করবেন
tags: হার্ট এটাক, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট এটাক কি, কেনো হয়, heart attack ki, keno hoy, heart er rog, heart block keno hoy
No comments:
Post a Comment