Tuesday, November 25, 2014

গর্ভকালেই মানুষিক চাপের শুর

গর্ভধারণকালে মায়ের অতিরিক্ত মানসিক চাপ ও তিনি এই চাপ কীভাবে মোকাবিলা করেন, তা সুস্পষ্ট প্রভাব ফেলে অনাগত সন্তানের মনস্তত্ত্বের ওপর।
বিজ্ঞানীরা বলছেন, যাঁরা সন্তান ধারণকালে অতিরিক্ত ও অব্যাহত মানসিক চাপে থাকেন, তাঁদের সন্তান বড় হওয়ার পর উদ্বেগজনিত সমস্যায় ভোগে। চাপ মোকাবিলায় তারা সহজেই ব্যর্থ হতে পারে। সম্প্রতি ট্রান্সলেশনাল সাইকিয়াট্রি সাময়িকীতে এই তথ্য প্রকাশ করা হয়।
মানসিক চাপ মোকাবিলা করার জন্য আমাদের দেহে কিছু জরুরি হরমোন তৈরি হয়, যাকে স্ট্রেস হরমোন বলে। দেহের গ্লুকোকরটিকয়েড রিসেপটরের মাধ্যমে এরা তাৎক্ষণিকভাবে কাজ করে। অব্যাহত চাপ গর্ভস্থ শিশুর এই রিসেপটরগুলোকে মিথাইলেশনের মাধ্যমে পরিবর্তিত করে দিতে পারে। ফলে পরবর্তী জীবনে চাপ মোকাবিলায় তারা সমস্যায় সম্মুখীন হয়।
সূত্র: বিবিসি হেলথ।

search tags:
pregnancy te mental pressure
gorvabosthay maushik chap

No comments:

Post a Comment