Wednesday, November 5, 2014

শিশুদের ঔষধ খাওয়ার ভয় দূর করার উপায়

ওষুধভীতি আছে অনেকেরই। বিশেষ করে শিশুদের। ওষুধ খাওয়ার কথা শুনলেই এদের শরীর কাঁপে। ওষুধ খেতে গেলে বমি আসে, বমি হয়েও যায়, বা গলায় আটকে যায়। কখনো ঘাম শুরু হয়, হাত-পা কাঁপে, মুখ শুকিয়ে যায়। কেউ কেউ ইনজেকশন নেওয়ার সময় বা পরীক্ষার জন্য রক্ত দেওয়ার সময় ভয়ে অচেতন হয়ে যান। চিকিৎসকেরা এই সমস্যার নাম দিয়েছেন ফার্মাকোফোবিয়া।
এমন ভীতির উৎস খানিকটা অন্তর্গত পূর্বাপর ধারণা, খানিকটা বাহ্যিক। হয়তো ছোট্টবেলায় কখনো ওষুধ খেতে গিয়ে বমি করেছিলেন বা রক্ত দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলেন—সেই স্মৃতি মস্তিষ্ক যত্ন করে রেখে দিয়েছে। আবার বাহ্যিক দিকটি হলো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বেশি ওয়াকবিহাল হওয়া বা সচেতন থাকা। অমুকের ওষুধ খেয়ে এই বিরাট সমস্যা হয়েছে বা কাগজে ওই ওষুধের প্রতিক্রিয়া সম্পর্কে জেনেছেন—এসব ধারণা তাড়িয়ে বেড়ায়।
সত্যি বলতে কি, সব ওষুধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আপনাকে জানতে হবে ওষুধটা না খেলে আরও বেশি ক্ষতি হতে পারে কি না। আর অন্য কারও প্রতিক্রিয়া হলেই যে আপনারও হবে তাও হয়তো ঠিক নয়। তাই যুক্তির সাহায্য নিন। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। রোগ ও এর চিকিৎসাকে জানুন। তারপর ওষুধ খান। তার পরও মাত্রাতিরিক্ত ভীতি থেকে রেহাই পেতে আপনার বিশেষ থেরাপি নিতে হতে পারে। সে জন্য মনোরোগবিদের সাহায্যও লাগতে পারে।
সূত্র: মায়ো ক্লিনিক।

search tags: bacchader, baccader, baccadar, shishuke, sisuke, oshud, ousudh, osud, khaoanor, kawanor, upay, upai, kete, khete, kata, cay, chay, chai na keno, kano

No comments:

Post a Comment