Tuesday, April 21, 2015

এলার্জির লক্ষণ ও প্রতিকার


আপনার ইমিউন সিস্টেম এক ধরনের পদার্থ তৈরি করে যাকে এন্টিবডি বলে। আপনার শরীরে যাতে অনাকাঙ্ক্ষিত জীবানু প্রবেশ করে রোগ বিস্তার না করতে পারে এন্টিবডি সে ধরনের প্রতিরোধক হিসেবে কাজ করে। আপনি যখন এলার্জিতে আক্রান্ত হন তখন আপনার শরীরে এলার্জেন নামক এক ধরনের এন্টিবডি তৈরি হয় যেটি আপনার ক্ষতি করে। যাতে ত্বকে জ্বালাপোড়া হয়, সাইনাস এবং পরিপাক ক্রিয়া অস্বাভাবিক হয়।

এলার্জির উপসর্গঃ

এলার্জির কারনে হে ফেভার হলে যে সমস্যাগুলো হয়-
★ হাঁচি
★ নাক, কান ও মুখের উপরিভাগে চুলকানি
★ নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যায়
★ চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে যায়

খাবারের কারনে এলার্জি হলে যেই সমস্যাদি হয়-

★ মুখে প্রদাহ হয়
★ ঠোট, জিহ্বা, মুখমণ্ডল ও গলা ফুলে যায়।
★ আমবাত
★ এনাফিলেক্সিস- এটি অনেক জটিল প্রানঘাতি সমস্যা। এ সমস্যা হলে উদ্বিগ্নতা বাড়ে, ব্লাড প্রেসার কমে যায়, শ্বাস প্রশ্বাসে সমস্যা, চামড়ায় ফুসকুড়ি, মাথা ঘুরানো, পালস এর উঠানামা, বমি বমি ভাব ও বমি হতে পারে।

এছাড়াও ওষুধের প্বার্শপ্রতিক্রিয়ায় এলার্জি হতে পারে। কীটপতঙ্গের দংশনের কারনেও এলার্জি হতে পারে। এক ধরনের এলার্জি আছে যাকে একজিমা বলে। একজিমা হলে ত্বক লালচে হয়ে যায়, চুলকানি হয় এ চামড়া উঠে যায়।

এলার্জির চিকিৎসাঃ

★ এন্টিহিস্টামিন টেবলেট, নাকের স্প্রে, চোখের ড্রপ, স্কিন ক্রিম, ইঞ্জেকশন ব্যাবহারে এলার্জি ভালো হয়।
★ দ্রুত সাইনাস ও বন্ধ নাসারন্ধ্র পরিস্কার করার জন্য Decongestants টেবলেট, নাকের স্প্রে, ড্রপ ব্যাবহার করা হয়।
★ এলার্জির জনিত চর্ম প্রদাহের জন্য Corticosteroids পিল, নাকের ড্রপ, ইনহেলার, চোখের ড্রপ, স্কিন ক্রিম ব্যাবহার করা হয়।
★ এছাড়াও অন্যান্য চিকিৎসা রয়েছে। অবশ্যই  চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহন করুন।

সূত্রঃ
mayoclinic.org

tags: এলার্জির লক্ষন, উপসর্গ, এলার্জির চিকিতসা, এলার্জি হয় কেনো, এলার্জি হলে কি করবো, এলার্জির ওষুধ, এলার্জি কি, এলার্জি হলে কি ওষুধ খাবো, চামড়া চুলকানি, স্কিন র‍্যাশ, allergir lokkhon, elargir cikitsha, alargi hole ki korbo, allargyr oushudh, allargy ki, elargy hole ki oshudh khabo, chamra chulkani

1 comment: