Thursday, April 23, 2015

ঘরোয়া পদ্ধতিতে ভিনেগার কিংবা বেকিং সোডা ব্যবহার করে খুশকি দূর করুন


খুশকি দূর করার জন্য আমরা নানান ধরনের শ্যাম্পু ব্যবহার করি। কিন্তু হয়তো তেমন একটা ফলাফল পাইনা। সে জন্য আমরা বিকল্প পদ্ধতি খুঁজতে থাকি। ঘরোয়া পদ্ধতিতে ভিনেগার অথবা বেকিং সোডা ব্যবহার করে খুশকি সমস্যা সমাধান করা যায়।

★ আপনি ভিনেগার ব্যবহার করে মাথার খুশকি দূর করতে পারেন। আপেল সাইডার ভিনেগার বা সাদা ভিনেগার দিয়ে মাথার চুল ধুলে খুশকি সমস্যা কমে। ব্যাপারটা যদিও অদ্ভুতুড়ে কিন্তু এটি কার্যকর।  মাথার ত্বক শুস্ক হয়ে খুশকি আকারে উঠে গেলে জ্বালা অনুভূত হয়। ভিনেগার মাথার ত্বকের ভিতরে প্রবেশ করে শুষ্কপ্রায় বিবর্ন ত্বকে প্রান ফিরিয়ে দেয় এবং খুশকি হওয়াকে প্রতিরোধ করে। এছাড়া ইহা আপনার চুলের পোরস গুলো বন্ধ করে দেয় না। ভিনেগার ত্বকের ছত্রাকের বিরুদ্ধেও কাজ করে। আধা কাপ গরম পানিতে আধা কাপ আপেল সাইডার ভিনেগার বা সাদা ভিনেগার মেশান। কয়েক মিনিটের জন্য মাথায় দিয়ে চুলে স্ক্রাব করুন। এর পর শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলুন। গোসলের আট দশ ঘন্টা আগে এই পদ্ধতি টি অনুসরন করুন। সপ্তাহে এক বার করে এই মিক্সারটি ব্যবহার করুন।

★ বেকিং সোডা ব্যবহার করেও আপনি খুসকি দূর করতে পারেন। ভিনেগারের মত বেকিং সোডা ও ফাংগিসাইড বা ফাংগাস প্রতিকারক। এটি ব্যবহার করলে অতিরিক্ত মৃত চামড়া উঠে যায়।  এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মিশান। এর সাথে কয়েক ফোটা রোজমেরী তেল দিন।  ভালো করে মিশিয়ে অথবা একটা বোতলে ঢুকিয়ে ঝাকিয়ে নিন। এর পর মাথায় স্ক্রাব করুন। কিছুক্ষন পর ধুয়ে ফেলুন। এই পদ্ধতিটিও বেশ কার্যকরী।

সূত্রঃ
http://everydayroots.com/dandruff-remedies

tags: খুসকি দূর করার উপায়, খুশকি সমস্যা সমাধানের উপায়, কিভাবে চুলের খুষ্কি দূর করবো, মাথায় চুলে খুশকি হলে কি করবো, কিভাবে খুশকি বন্ধ হবে, khushki dur korar upay, khushki somossa shomadhaner upay, kivabe culer khushki dur korbo, mathay chule khushki hole ki korbo, kivabe khushki bondho hobe, dandruff dur korar upay

No comments:

Post a Comment