ত্বকের রঙ পরিবর্তনের পিছনে মেলানিন নামক এক ধরনের কেমিকেল দায়ী। কোনো নির্দিষ্ট স্থানে অতিরিক্ত মেলানিন উৎপাদিত হলে ছুলি, লিভার স্পট এবং অন্যান্য প্রকারের দাগ তৈরি হয়।এ সমস্যা গুলো কে হাইপার পিগমেন্টেশন বলে।
রোদের তাপ, হরমোনের তারতম্য ও কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারনে ডার্ক স্পট বা মেছতা তৈরি হয়।
মেছতা দূরীকরণঃ
★ মেছতাক্রান্ত ত্বক পরিস্কার করুন।
মেছতা হবার এক থেকে দুই মাস মেছতাক্রান্ত ত্বকে স্তরের পরিমান কম থাকে। এই সময়ের মধ্যে আপনি চাইলে সহজ উপায়ে মেছতা আক্রান্ত ত্বকের স্তর তুলে ফেলতে পারেন। এক্সফলিয়েটিং ক্লিনজার ত্বকে স্ক্রাব করতে পারেন। এলমন্ড বা বাদামজাত তেল ও ওটমিল আপনার ক্লিনজারের সাথে মিশিয়ে ব্যাবহার করুন। কালো ছোপ ছোপ দাগের উপর বৃত্তাকার গতিতে স্ক্রাব করুন। আপনি চাইলে ইলেকট্রিক এক্সফলিয়েটর (electric exfoliator) ব্যাবহার করতে পারেন। এতে করে আরো ভালো ফলাফল পাবেন।
★ Topical acid treatment ও করতে পারেন। এক্ষেত্রে রেটিনয়েড ( retinoid) তথা বেটা হাইড্রক্সি এসিড যুক্ত ক্রিম ব্যাবহার করতে পারেন।
এছাড়া এইরকম কেমিকেল পিল বা খাবারের বড়িও পাওয়া যায়।
★ মাইক্রোডারমাব্রেশন (microdermabrasion) চিকিৎসা পদ্ধতিতে সূক্ষ স্ফটিক দিয়ে কালো দাগ দূর করা হয়। প্রতিমাসে একবার করে এই চিকিৎসা করা হয়। ঘন ঘন এই চিকিৎসা টি করলে আপনার ত্বক সেরে উঠার সময় পাবে না। সেহেতু এক মাস অন্তর অন্তর মাইক্রোডারমাব্রেশন করা উচিত।
★ আমরা অনেকেই লেজার চিকিৎসার কথা শুনেছি। এ পদ্ধতিতে লেজার থেরাপি তে বিবর্ণ ত্বকের স্তর লেজার রশ্মি শোষন করে বাস্পে পরিনত হয়ে বিনষ্ট হয়ে যায়। অতঃপর ঐ স্থানে খোঁসের মতো হয়ে সতেজ ত্বকের নতুন স্তর সৃষ্টি হয়।
লেজার চিকিৎসা বেশী কার্যকর। কিন্তু এটা ব্যায়বহুল ও এতে বেদনাবোধ হয়।
তথ্যসূত্রঃ
http://www.wikihow.com
search tags: mechtar chikitsha, mesta protirodher upay, mecta theke muktir upai, mesta dur korbo kivabe, mechtar oushudh, mesta valo hoy kivabe.dark spot dur korar upay
No comments:
Post a Comment