Friday, June 19, 2015

আপনার শিশুর অত্যধিক জ্বর হলে কি করবেন


শিশুদের প্রায়ই জ্বর হয়। দুনিয়াজুড়ে হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেসব শিশু আসে তার প্রায় ২০-৩০ শতাংশ শিশুকে আনা হয় জ্বর উপসর্গ নিয়ে। শিশুদের বেশির ভাগ জ্বরই নিরীহ ধরনের ভাইরাস-সংক্রমণজাত। তবে কোনো কোনো ক্ষেত্রে তা প্রাণসংহারক ও মারাত্মক সংক্রমণের কারণেও হতে পারে। তাই জানা থাকা দরকার জ্বর কখন গুরুতর হয়ে ওঠে।
শিশু বয়সের জ্বর উপসর্গকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, শিশুর বয়স অনুযায়ী। খুব ছোট্ট শিশু—মানে এক বছরের কম বয়সী শিশু, ৩ থেকে ৩৬ মাস বয়সী শিশুর জ্বর এবং তিন বছরের বেশি বয়সী শিশুর জ্বরের ধরন-ধারণে আছে ভিন্নতা।
খুব ছোট্ট শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে। কেননা, এদের রোগ প্রতিরোধ শক্তি কম, তা ছাড়া তাকে টিকাদান সুরক্ষা ব্যবস্থাও দেওয়া হয়ে ওঠেনি। অন্যান্য অসুস্থতার লক্ষণও তেমন বোঝা যায় না। এ বয়সে জ্বরের জন্য জিবিএম, ই.কোলাই, এইচ ইনফ্লুয়েঞ্জার মতো মারাত্মক রোগজীবাণু দায়ী হতে পারে।
৩-৩৬ মাস বয়সী শিশুরা সাধারণত স্ট্রেপটো নিউমোনিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিডিস, সালমোনেলা, স্টেফাইলো ইত্যাদি জীবাণুর মাধ্যমে আক্রান্ত হতে পারে।

শিশুদের হঠাৎ জ্বর যেসব রোগের কারণে হয়
শ্বাসতন্ত্রের অসুখ: ঠান্ডা-সর্দি, কান পাকা, সাইনোসাইটিস
ফুসফুস: ব্রনকিওলাইটিস, নিউমোনিয়া
মুখগহ্বর: টনসিলাইটিস, দাঁতের ফোড়া
স্নায়ুতন্ত্র: মেনিনজাইটিস
অন্যান্য: আন্ত্রিক অসুখ, অ্যাপেন্ডিসাইটিস, মূত্রতন্ত্রের সংক্রমণ, গিঁটের সংক্রমণ, রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি, টিকাদান-পরবর্তী জ্বর, ভাইরাসজনিত অসুখ—চিকেন পক্স, হাম, ক্যানসার ইত্যাদি।

জ্বর হলে যা জানা জরুরি
-শিশুর জ্বর কত দিন ধরে, কত মাত্রায়-তা খেয়াল রাখুন ও চিকিৎসককে অবহিত করুন।
-জ্বরের সঙ্গে র্যাশ, বমি, ডায়রিয়া, পেটব্যথা, প্রস্রাবে সমস্যা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট আছে কি না, তাও জানান।
-বাড়িতে বা আপনজনদের মধ্যে অন্য কেউ অসুস্থ কি না, সেই তথ্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
-এ পর্যন্ত শিশুর কী কী টিকা সম্পন্ন হয়েছে এবং বাড়িতে কী কী ওষুধ সেবন করানো হয়েছে তা জানাতে ভুলবেন না।
-ঘরে পোষা প্রাণী আছে কি না, নিকট অতীতে কোথায় শিশুকে নিয়ে বেড়াতে যাওয়া হয়েছে (যেমন পাহাড়ি এলাকায়) এসব তথ্যও জানা দরকার।
-শিশু ছোটবেলা থেকেই কোনো অসুখে আক্রান্ত কি না, যেমন: হাঁপানি, অ্যালার্জি, জন্মগত হৃদ্রোগ—তা অবশ্যই জানাবেন।

জ্বর নিয়ে ভয় নেই
জ্বরের ব্যবস্থাপনা মূলত: দুই ধরনের। প্রথমত: জ্বর নিয়ন্ত্রণ এবং দ্বিতীয়ত জ্বরের কারণ নির্ণয় করে কার্যকর চিকিৎসা। সাধারণভাবে জ্বর ক্ষতিকর কিছু নয় বরং এটি সংক্রমণ বা প্রদাহের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ।
জ্বর নিয়ন্ত্রণে অ্যাসিটোমিনোফেন (প্যারাসিটামল) বা আইবুফ্রোপেন কার্যকর। শিশু বয়সে জ্বর নিবারণে কখনো অ্যাসপিরিন ব্যবহার করতে নেই। স্পঞ্জিং বা বার্থিং (উষ্ণ জলে) উপশমে সাহায্য করে, তবে বরফ জল বা অ্যালকোহলে বাথ অপকারী। জ্বরের শিশুকে বেশি অসুস্থ মনে হলে, বিশেষত: ২৮ দিনের কম বয়সী জ্বরে ভোগা সব শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া ভালো।

সূত্রঃ প্রথম আলো

search tags: শিশুর জ্বর, shishur jor hole ki koronio, shishur jor beshi hole ki korbo, bacchader jor kivabe valo kora jay, shishur jorer karon, lokkhon, shishur jorer oushudh, shishur jor e ki oshudh khaoabo, shishur jorer medicine

10 comments:

  1. আমার মেয়ের আজ 5 দিন যাবত ঘর
    শিশু ডাক্তার দেখানো হয়েছে যখন জর উটে তখন হাত এবং পা শীতল হয়ে যায় এবং শরীর
    মাথা গরম হয়ে যায় যখন ঔষধ খাওয়ানু হয়
    তখন একটু কমে পরে আবার উঠে এখন আমি কি করব

    ReplyDelete
  2. আমার মেয়ের বয়স চার বছর চারমস, আজ তিনদিন যাব্য জর এবং আাজ থেকে পাতলাপায়খানা শুধুমাএ নাপা ও পোজমা গতকাল থেকে ডাক্তারের পরামর্শেে খায়ানো হলে বতমানে এখন আগের চাইতে একটু ভাল তবে জর কমে নাই এখন কি করব

    ReplyDelete
  3. Amar meyer 16 mash boyosh 3 din dhre jor daktarer osud kehyeo valo hochena akhon ki korbo

    ReplyDelete
  4. Amr celer 6 month cholce..aj 3 dim dhore jor.thanda ace doctor ambrox..ai osud ta dice tokhon jor chilo na akn 3 din dhore jor.napa drops khaoici vlo hocce na ki korbo aktu bolen

    ReplyDelete
  5. Amarchaler 3din dhore jor osudh khale komche aktu but 3thake 4ghonta por a bar as he Ami doctor dakhiachi

    ReplyDelete
  6. Plz help koron,amr bacchar boyosh 5+.or gotokal dopor theke prochondo jor o thanda o ace, ok ami rozith,ace nd napa 500 er ordhekta doj diyechi bt jor kome nai akto o.akhon ami ki korte pari plzzzz help koron,r jor 102/104degree thake

    ReplyDelete
  7. Amar chele r boyos 1.5 year.koik mas dhore or koi k din por por jor asche r tanda lagche r nak bondho hoia jai. Dr. dekhi medicine Nile Kichu din kom thake pore Abar hoi.ki Korte pari?

    ReplyDelete

  8. বর্তমান

    হোমসকল পোস্ট
    Friday, June 19, 2015
    আপনার শিশুর অত্যধিক জ্বর হলে কি করবেন


    শিশুদের প্রায়ই জ্বর হয়। দুনিয়াজুড়ে হাসপাতালে বা চিকিৎসকের কাছে যেসব শিশু আসে তার প্রায় ২০-৩০ শতাংশ শিশুকে আনা হয় জ্বর উপসর্গ নিয়ে। শিশুদের বেশির ভাগ জ্বরই নিরীহ ধরনের ভাইরাস-সংক্রমণজাত। তবে কোনো কোনো ক্ষেত্রে তা প্রাণসংহারক ও মারাত্মক সংক্রমণের কারণেও হতে পারে। তাই জানা থাকা দরকার জ্বর কখন গুরুতর হয়ে ওঠে।
    শিশু বয়সের জ্বর উপসর্গকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, শিশুর বয়স অনুযায়ী। খুব ছোট্ট শিশু—মানে এক বছরের কম বয়সী শিশু, ৩ থেকে ৩৬ মাস বয়সী শিশুর জ্বর এবং তিন বছরের বেশি বয়সী শিশুর জ্বরের ধরন-ধারণে আছে ভিন্নতা।
    খুব ছোট্ট শিশুর জ্বর হলে সতর্ক থাকতে হবে। কেননা, এদের রোগ প্রতিরোধ শক্তি কম, তা ছাড়া তাকে টিকাদান সুরক্ষা ব্যবস্থাও দেওয়া হয়ে ওঠেনি। অন্যান্য অসুস্থতার লক্ষণও তেমন বোঝা যায় না। এ বয়সে জ্বরের জন্য জিবিএম, ই.কোলাই, এইচ ইনফ্লুয়েঞ্জার মতো মারাত্মক রোগজীবাণু দায়ী হতে পারে।
    ৩-৩৬ মাস বয়সী শিশুরা সাধারণত স্ট্রেপটো নিউমোনিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিডিস, সালমোনেলা, স্টেফাইলো ইত্যাদি জীবাণুর মাধ্যমে আক্রান্ত হতে পারে।

    শিশুদের হঠাৎ জ্বর যেসব রোগের কারণে হয়
    শ্বাসতন্ত্রের অসুখ: ঠান্ডা-সর্দি, কান পাকা, সাইনোসাইটিস
    ফুসফুস: ব্রনকিওলাইটিস, নিউমোনিয়া
    মুখগহ্বর: টনসিলাইটিস, দাঁতের ফোড়া
    স্নায়ুতন্ত্র: মেনিনজাইটিস
    অন্যান্য: আন্ত্রিক অসুখ, অ্যাপেন্ডিসাইটিস, মূত্রতন্ত্রের সংক্রমণ, গিঁটের সংক্রমণ, রক্তে ব্যাকটেরিয়ার উপস্থিতি, টিকাদান-পরবর্তী জ্বর, ভাইরাসজনিত অসুখ—চিকেন পক্স, হাম, ক্যানসার ইত্যাদি।

    জ্বর হলে যা জানা জরুরি
    -শিশুর জ্বর কত দিন ধরে, কত মাত্রায়-তা খেয়াল রাখুন ও চিকিৎসককে অবহিত করুন।
    -জ্বরের সঙ্গে র্যাশ, বমি, ডায়রিয়া, পেটব্যথা, প্রস্রাবে সমস্যা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট আছে কি না, তাও জানান।
    -বাড়িতে বা আপনজনদের মধ্যে অন্য কেউ অসুস্থ কি না, সেই তথ্যও গুরুত্বপূর্ণ হতে পারে।
    -এ পর্যন্ত শিশুর কী কী টিকা সম্পন্ন হয়েছে এবং বাড়িতে কী কী ওষুধ সেবন করানো হয়েছে তা জানাতে ভুলবেন না।
    -ঘরে পোষা প্রাণী আছে কি না, নিকট অতীতে কোথায় শিশুকে নিয়ে বেড়াতে যাওয়া হয়েছে (যেমন পাহাড়ি এলাকায়) এসব তথ্যও জানা দরকার।
    -শিশু ছোটবেলা থেকেই কোনো অসুখে আক্রান্ত কি না, যেমন: হাঁপানি, অ্যালার্জি, জন্মগত হৃদ্রোগ—তা অবশ্যই জানাবেন।

    জ্বর নিয়ে ভয় নেই
    জ্বরের ব্যবস্থাপনা মূলত: দুই ধরনের। প্রথমত: জ্বর নিয়ন্ত্রণ এবং দ্বিতীয়ত জ্বরের কারণ নির্ণয় করে কার্যকর চিকিৎসা। সাধারণভাবে জ্বর ক্ষতিকর কিছু নয় বরং এটি সংক্রমণ বা প্রদাহের বিরুদ্ধে শরীরের প্রথম প্রতিরোধ।
    জ্বর নিয়ন্ত্রণে অ্যাসিটোমিনোফেন (প্যারাসিটামল) বা আইবুফ্রোপেন কার্যকর। শিশু বয়সে জ্বর নিবারণে কখনো অ্যাসপিরিন ব্যবহার করতে নেই। স্পঞ্জিং বা বার্থিং (উষ্ণ জলে) উপশমে সাহায্য করে, তবে বরফ জল বা অ্যালকোহলে বাথ অপকারী। জ্বরের শিশুকে বেশি অসুস্থ মনে হলে, বিশেষত: ২৮ দিনের কম বয়সী জ্বরে ভোগা সব শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া ভালো।

    সূত্রঃ প্রথম আলো

    search tags: শিশুর জ্বর, shishur jor hole ki koronio, shishur jor beshi hole ki korbo, bacchader jor kivabe valo kora jay, shishur jorer karon, lokkhon, shishur jorer oushudh, shishur jor e ki oshudh khaoabo, shishur jorer medicine
    --- আরো দেখুন ---
    ভ্রমন কালীন সময়ে বমি প্রতিরোধের উপায়ভ্রমন কালীন সময়ে বমি প্রতিরোধের উপায়বাতের ব্যাথা নিরাময়ের উপায়বাতের ব্যাথা নিরাময়ের উপায়গরমে হিট স্ট্রোক হলে করনীয়গরমে হিট স্ট্রোক হলে করনীয়রুপচর্চায় যা যা করবেনরুপচর্চায় যা যা করবেনঅতিরিক্ত ঘাম হলে কি করণীয়অতিরিক্ত ঘাম হলে কি করণীয়চোখে এলার্জি হলে করনীয়চোখে এলার্জি হলে করনীয়ডেঙ্গু জরের কারন, লক্ষন ও চিকিৎসাডেঙ্গু জরের কারন, লক্ষন ও চিকিৎসাফোড়া হলে করনীয়ফোড়া হলে করনীয়
    Posted by admin at 3:05 PM
    Email This
    BlogThis!
    Share to Twitter
    Share to Facebook
    Share to Pinterest
    Labels: পত্রিকার পাতা থেকে, স্বাস্থ্য
    Location: Bangladesh
    7 comments:

    UnknownMay 29, 2016 at 2:33 AM
    আমার মেয়ের আজ 5 দিন যাবত ঘর
    শিশু ডাক্তার দেখানো হয়েছে যখন জর উটে তখন হাত এবং পা শীতল হয়ে যায় এবং শরীর
    মাথা গরম হয়ে যায় যখন ঔষধ খাওয়ানু হয়
    তখন একটু কমে পরে আবার উঠে এখন আমি কি করব

    ReplyDelete
  9. Amr celer kub jor or age 1 year Akon Ami ki korbo plz dr. Bolun
    ,Tapmatra 103.7'

    ReplyDelete
  10. Amar mear pray 15din por por jor as ame rokto porikha korece kintu kono somosa Dora porani Akon ame ki korbo

    ReplyDelete