Monday, September 22, 2014

তারবিহীন মোবাইল চার্জার !!!

ওয়্যারলেস চার্যার বা ইনডাকটিভ চার্জার একটি  যুগান্তকারী আবিস্কার। এই চার্জারে এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যাবহৃত হয় যা কিনা দুটি বস্তুর মধ্যে শক্তি বিনিময় করে। চার্জিং স্টেশন দিয়ে কাজটি করা হয়।

এতে বৈদ্যুতিক ক্ষয় নেই বললেই চলে। চিকিৎসা ক্ষেত্রে এর সফলতা রয়েছে। ত্বক ছিদ্র না করে কোনো ইনফেকশন ছাড়া চিকিৎসা করা সম্ভব।

এই চার্জিং সিস্টেমের অসুবিধাও রয়েছে। যেমন তাপের অপচয় এবং ধীরে চার্জ হয়। আর এর দামটা তো অবশ্যই বেশি। আপনি চাইলে চার্জিং সীমার বাইরে যেতে পারবেন না যেমনটা ব্লুটুথ ডিভাইসের ক্ষেত্রে হয়ে থাকে।
ইতিমধ্যে নকিয়া ২টা মডেলের ফোন বাজারে নিয়ে এসেছে যাতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম। লুমিয়া ৮২০ ও লুমিয়া ৯২০। অন্যান্য বড় তৈরিকারকরাও এ নিয়ে কাজ করছে।

No comments:

Post a Comment